ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

রাজনীতি

জাগপার নাম ব্যবহার করে অন্য দলে যোগদানের খবর ভিত্তিহীন: জাগপা

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫১, জুলাই ৫, ২০২৫
জাগপার নাম ব্যবহার করে অন্য দলে যোগদানের খবর ভিত্তিহীন: জাগপা

ঢাকা: জাগপার নাম ব্যবহার করে জনতা পার্টি বাংলাদেশ নামক দলে যোগদানের খবর উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন জাগপা মিডিয়া উইংয়ের সদস্য নজরুল ইসলাম বাবলু।

শনিবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জাগপা মিডিয়া উইং থেকে বিবৃতিতে আরও জানানো হয়, শুক্রবার (৪ জুলাই) নারায়ণগঞ্জে জাগপা থেকে জনতা পার্টি বাংলাদেশে যোগদানের খবর আমাদের চোখে পড়েছে। জাগপার নাম ব্যবহার করে যারা জনতা পার্টি বাংলাদেশে যোগদান করেছেন তাদের সঙ্গে জাগপার কোনো ধরনের সম্পৃক্ততা নাই।

কিছুদিন পূর্বে জাগপার প্রেসিডিয়াম মেম্বার পরিচয় দিয়ে আরেকজন ব্যক্তি, আমার বাংলাদেশ এবি পার্টিতে যোগদান করেছেন। তিনিও এবি পার্টিতে যোগদানের সময় জাগপার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।

মিডিয়া উইংয়ের এ সদস্য বলেন, সর্বস্তরের নেতাকর্মীরা জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এর নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন। আমরা এ ধরনের মিথ্যা, বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

টিএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ