ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

রাজনীতি

রাঙামাটি বিএনপির সভাপতি শাহআলম, সম্পাদক দীপু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, নভেম্বর ১৩, ২০২১
রাঙামাটি বিএনপির সভাপতি শাহআলম, সম্পাদক দীপু

রাঙামাটি: জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙামাটি জেলার কাউন্সিলে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে শাহ আলম, সাধারণ সম্পাদক পদে দীপু তালুকদার দীপু ফের নির্বাচিত হয়েছেন।  

শনিবার (১৩ নভেম্বর) রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সভাপতি পদে বিজয়ী হাজী মো. শাহ আলম ভোট পেয়েছেন ৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  সাইফুল ইসলাম ভূট্টো পেয়েছেন ৫৬ ভোট। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন দীপন তালুকদার দীপু। সাংগঠনিক সম্পাদক পদে ১০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাইফুল ইসলাম শাকিল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদ চৌধুরী পেয়েছেন ২১ ভোট।

এদিকে সম্মেলন উপলক্ষে সকালে প্রথম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।  

জেলা বিএনপির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপু তালুকদার দীপুর সঞ্চালনায় বক্তৃতা করেন, কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ দলটির অন্যান্য নেতারা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।