ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

কারাগারে বাহুবল উপজেলা যুবলীগ সভাপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২২, নভেম্বর ১৯, ২০১৯
কারাগারে বাহুবল উপজেলা যুবলীগ সভাপতি

হবিগঞ্জ: করাত কল স্থাপনের মাধ্যমে অবৈধ কাঠের ব্যবসা করার দায়ে হবিগঞ্জের বাহুবল উপজেলা যুবলীগের সভাপতি অলিউর রহমান অলিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত অলি উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি।

তাকে সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, করাত কল স্থাপনের নাম করে দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই কাঠের ব্যবসা করে আসছিলেন তিনি। সোমবার বিকেলে স্বাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাকে ২ মাসের বিনাশ্রম করাদণ্ড দেন।

অভিযানকালে আরও তিনটি করাতকল সিলগালাসহ ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক আব্দুল্লাহ আল মামুন ও বাহুবল থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।

যুবলীগ সভাপতিকে কারাদণ্ডসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা।

বাংলাদেশ সময়: ০৫২১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ