ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

রাজনীতি

রূপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৯, সেপ্টেম্বর ২১, ২০১৯
রূপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ সমাবেশ

নারায়ণগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশের পাশাপাশি বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর কুশপুতুল পুড়িয়েছে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রূপসী বাসস্ট্যান্ড এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।

এতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ মাসুম, তারাবো পৌরসভার ছাত্রলীগের সভাপতি আওলাদ হোসেন বাদল, সাধারণ সম্পাদক মনির খান সোমেলসহ নেতাকর্মীরা।

এসময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা শামসুজ্জামান দুদুকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ