ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

মনোনয়নপত্র কিনে মিষ্টিমুখ করালেন বিএনপি নেতারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪২, নভেম্বর ১২, ২০১৮
মনোনয়নপত্র কিনে মিষ্টিমুখ করালেন বিএনপি নেতারা মিষ্টি খাওয়াচ্ছেন বিএনপির নেতারা-ছবি-বাংলানিউজ

ঢাকা: বাগেরহাট-৪ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন খাইরুজ্জামান শিপন। এরপর কার্যালয়ের বাইরে এসে তিনি মিষ্টিমুখ করান দলের নেতাকর্মীসহ সাধারণ জনগণকে।

শুধু খাইরুজ্জামান শিপন নন, সোমবার (১২ নভেম্বর) বিএনপির মনোনয়ন ফরম কেনার পর অনেক নেতাকর্মীই কার্যালয়ের বাইরে এসে মিষ্টি খাইয়েছেন নেতাকর্মীদের। এসময় তারা ধানের শীষের জন্য সবার কাছে ভোট প্রত্যাশাও করেন।

দলের কর্মীদের নিয়ে মিষ্টি বিতরণের সময় তারা বলেন, মিষ্টিমুখ করিয়ে যাচ্ছি, ভোটটা কিন্তু ধানের শীষেই চাই।

এ প্রসঙ্গে গাজীপুর-৪ আসনের হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করা রুহুল আমিন বাংলানিউজকে বলেন, যেকোন শুভ কাজ মিষ্টি দিয়ে শুরু করা ভালো। তাই আমরা সবাইকে মিষ্টিমুখ করাচ্ছি। আশা করি নির্বাচনের ফলাফলও শুভ হবে।

খাইরুজ্জামান শিপন বলেন, আমাদের প্রত্যাশা একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের। আমরা সেরকম নির্বাচন পেলে অবশ্যই জয়ী হবো।

বিএনপির মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টনের দলীয় কার্যালয়ে ভিড় করতে শুরু করে দলের নেতাকর্মী ও মনোনয়নপ্রত্যাশীরা। এরপর তা বাড়তেই থাকে। কার্যালয়ের সামনের অংশসহ এসময় ভিড় ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন স্লোগানে নগরীর এ অংশ মুখরিত করে রেখেছে বিএনপির নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এইচএমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।