ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

মনোনয়নপত্র কিনেছেন সাবেক গভর্নর ড. ফরাস উদ্দীন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৫, নভেম্বর ১১, ২০১৮
মনোনয়নপত্র কিনেছেন সাবেক গভর্নর ড. ফরাস উদ্দীন মনোনয়ন সংগ্রহ করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন।

রোববার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে হবিগঞ্জ-৪ আসনের (মাধবপুর ও চুনারুঘাট) প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন তিনি। এ আসনের বর্তমান সংসদ সদস্য মাহবুব আলী।

 

সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন বলেন, দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী তিনি সমাজের প্রতিনিধি হিসেবে বিজয়ের ব্যাপারেও আশাবাদী।  

তিনি বলেন, দলীয় মনোনয়ন পেলে নৌকার বিজয় নিশ্চিত করে সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চল মাধবপুর ও চুনারুঘাটকে সুন্দর করে সাজাতে চান।  একই সঙ্গে তিনি দেশের উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে চান।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
ইএআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।