ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

বিকল্পধারার মনোনয়ন ফরম বিতরণ শুরু সোমবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৭, নভেম্বর ১১, ২০১৮
বিকল্পধারার মনোনয়ন ফরম বিতরণ শুরু সোমবার বিকল্পধারা

ঢাকা: বিকল্পধারা বাংলাদেশ দলীয় প্রার্থী মনোনয়নের জন্য ফরম বিতরণ শুরু করবে ১২ নভেম্বর (সোমবার) সকাল ১০টা থেকে, চলবে ১৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম বিতরণ করা হবে।

মনোনয়ন ফরমের মূল্য ১,০০০/- (এক হাজার) টাকা। তবে ফরম জমার দেওয়ার সময় ২০,০০০/- (বিশ হাজার) টাকা দিতে হবে।

 

১৫ ও ১৬ নভেম্বর মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা চলবে।  
 
বিকল্পধারার দফতর সম্পাদক ওয়াসিমুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিকল্পধারার বাড্ডা নির্বাচনী অফিসে সব নির্বাচনী কার্যক্রম চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
এমএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।