ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

স্বাধীনতা দিবসে শোকরানা সমাবেশ জাকের পার্টির 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২১, মার্চ ২৪, ২০১৮
স্বাধীনতা দিবসে শোকরানা সমাবেশ জাকের পার্টির 

ঢাকা: স্বাধীনতা দিবসে জাকের পার্টি দেশব্যাপী শোকরানা সমাবেশসহ নানা কর্মসূচি দিয়েছে। একই সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচার কাজ শুরু করবে জাকের পার্টি।

শনিবার (২৪ মার্চ) জাকের পার্টির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দিবসটিতে জাকের পার্টি জেলা, মহানগর, থানা, উপজেলা ও পৌরসভা কার্যালয়ে ভোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ স্মৃতি সৌধে পুষ্প স্তবক অর্পণ ও র‌্যালি বের করা হবে।

শহীদের রুহের মাগফিরাত কামনা, স্বাধীনতাও সার্বভৌমত্ব সুসংহতকরণের চেতনা দৃঢ় করা, সে সঙ্গে শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব এবং দেশ ও জাতির অগ্রগতি কামনা করে সন্ধ্যা থেকে শুরু হবে শোকরানা ইসলামী জলসা ও শান্তি সমাবেশ। বিশ্ব ওলী হযরত শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরীফ জিয়ারত ও বিশেষ মুনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শেষ হবে। স্বাধীনতা দিবসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবে জাকের পার্টি।

অঞ্চলভিত্তিক শোকরানা জলসা কর্মসূচি ২৭, ৩০ ও ৩১ মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
পিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ