ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

রাজনীতি

চানখারপুলে নারীসহ আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৪, ফেব্রুয়ারি ৮, ২০১৮
চানখারপুলে নারীসহ আটক ৬ আটক নারীকর্মীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

ঢাকা: পুরান ঢাকার চানখারপুলে ছাত্রদলের চার নেতাকর্মী, এক নারীসহ মোট ছয়জনকে আটক করেছে পুলিশ।

আটক ছাত্রদল কর্মীরা হলেন- ফয়সাল, নাঈম, বিল্লাল ও রায়হান। তবে আটক নারীকর্মী ও অপর আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

দুর্নীতি মামলার রায় শুনতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ জজ আদালতে পৌঁছানোর পর তাদের আটক করা হয়।

এ সময় আটক এড়াতে পুলিশের সঙ্গে নারীকর্মীকে ধস্তাধস্তি করতে দেখা যায়। আর আটক ছাত্রদল কর্মীদের পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়।

চানখারপুলে অলিগলি থেকে বিএনপি নেতাকর্মীদের মিছিল করার চেষ্টা করছে।  তাদের ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ করে।

এর আগে আদালতে আসার পথে খালেদার গাড়িবহরের সঙ্গে থাকা নেতাকর্মীরা প্রধান বিচারপতির বাসভবনের সামনে একটি এবং জনস্বাস্থ্য অধিদফতরের কার্যালয়ের সামনে আরেকটি মোটরসাইকেলে আগুন দেন।  

এ সময় বিএনপির নেতাকর্মীরা কাকরাইল মোড়ে ট্রাফিক পুলিশ বক্সেও ভাঙচুর চালান। ঘটনাস্থলে নেতাকর্মীদের সঙ্গে কয়েক দফায় পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়ে পুলিশ।

তারও আগে হাইকোর্টের কদম ফোয়ারা সংলগ্ন ঈদগাহ গেটের সামনে থেকে সন্দেহভাজন দু’জনকে আটক করে পুলিশ। তাদের নাম বাঁধন ও সাইফুল ইসলাম বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।