ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

রাজনীতি

কু‌ড়িগ্রামে বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীসহ গ্রেফতার ৫০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৯, ফেব্রুয়ারি ৮, ২০১৮
কু‌ড়িগ্রামে বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীসহ গ্রেফতার ৫০

কু‌ড়িগ্রাম: কু‌ড়িগ্রামে বিএন‌পি-জামায়াতের ১৯ নেতাকর্মীসহ ৫০ জনকে গ্রেফতার করেছে পু‌লিশ।

বুধবার (৭ ফেব্রুয়া‌রি) দিবাগত রাত থেকে বৃহস্প‌তিবার (৮ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলার বি‌ভিন্ন এলাকায় অ‌ভিযান চা‌লিয়ে তাদের গ্রেফতার ক‌র হয়।

আটকদের মধ্যে জেলার নাগেশ্বরী উপজেলা বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক ওমর ফারুক, নাগেশ্বরী পৌর বিএন‌পির সাবেক ভারপ্রাপ্ত সভাপ‌তি হাশেম সরদার এবং ভুরুঙ্গামারী উপজেলা বিএন‌পির সাবেক সহ সভাপ‌তি আজাদুর রহমানের নাম জানা গেছে।

কু‌ড়িগ্রাম জেলা পু‌লিশের নিয়ন্ত্রণ কক্ষ বিষয়‌টি নি‌শ্চিত করে জানান, জেলার ৯টি উপজেলার থানা এলাকা থেকে বিএন‌পি-জামা‌য়াতের ১৯ নেতাকর্মীকে আটক করা হয়। এছাড়া বি‌ভিন্ন মামলার আরো ৩১ আসামিসহ মোট ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।