ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

রাজনীতি

জয়পুরহাটে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৯, ফেব্রুয়ারি ৭, ২০১৮
জয়পুরহাটে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মী গ্রেফতার

জয়পুরহাট: নাশকতার আশঙ্কায় জয়পুরহাটে বিএনপি ও জামায়াতের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) সকাল থেকে মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সহকারী পুলিশ সুপার একরামুল হক বাংলানিউজকে জানান, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় জেলার পাঁচ থানা থেকে বিএনপির ১৮ ও শিবিরের ২ জনসহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

তারা বিভিন্ন মামলার আসামি।

গ্রেফতারকৃতদের মধ্যে আক্কেলপুর থানার বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোশাররফ হোসেন, পাঁচবিবি উপজেলার বাগজানা ওয়ার্ড বিএনপির সভাপতি লেবু মিয়া ও জয়পুরহাট সদরের ধলাহার ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।