ঢাকা, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

কু‌ড়িগ্রা‌মে বিএন‌পি-জামায়াত নেতাকর্মীসহ গ্রেফতার ৫৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৪, ফেব্রুয়ারি ৭, ২০১৮
কু‌ড়িগ্রা‌মে বিএন‌পি-জামায়াত নেতাকর্মীসহ গ্রেফতার ৫৬

কু‌ড়িগ্রাম: যে‌কোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা এড়া‌তে কু‌ড়িগ্রা‌মের নয়টি উপ‌জেলায় অ‌ভিযান চালিয়ে বিএন‌পি-জামায়াতের ২৩ নেতাকর্মীসহ ৫৬ জনকে গ্রেফতার করেছে পু‌লিশ। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়া‌রি) রাত থে‌কে বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত অ‌ভিযানে তা‌দের গ্রেফতার ক‌রা হয়।

জেলা পু‌লিশ ক‌ন্ট্রোল রুম সু‌ত্র জানায়, জেলার নয়টি উপ‌জেলার থানা এলাকায় অ‌ভিযান চালিয়ে বিএন‌পির ২০ জনসহ জামা‌য়া‌তের তিন নেতাকর্মী‌কে আটক করা হয়ে‌ছে।

এছাড়া বি‌ভিন্ন মামলায় আরও ৩৩ আসামিকে গ্রেফতার করেছে পু‌লিশ।

জেলার অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মেনহাজুল আলম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বাংলা‌নিউজ‌কে জানান, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়া‌রি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে যে‌কোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা এড়া‌তে এবং জনজীব‌নে শা‌ন্তি বজায় রাখাসহ আইন-শৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্র‌ণে রাখ‌তে তা‌দের গ্রেফতার করা হ‌য়ে‌ছে।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
এফইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ