ঢাকা, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

বড়লেখায় জামায়াত নেতা কারাগারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৮, নভেম্বর ১৯, ২০১৭
বড়লেখায় জামায়াত নেতা কারাগারে

মৌলভীবাজার: একাধিক নাশকতার মামলায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়ন জামায়াত সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনকে (৩১) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (১৯ নভেম্বর) বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে দুপুরে বর্ণি ইউনিয়নের ফকিরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান বাংলানিউজকে জানান, কামাল উদ্দিনের বিরুদ্ধে জিআর-১৪৪/১৬ মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তাই তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ