ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

রাজনীতি

শ্রমিক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৭, অক্টোবর ১১, ২০১৬
শ্রমিক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার

ঢাকা: জাতীয় শ্রমিক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার (১২ অক্টোবর)। দিবসটি পালনে শ্রমিক লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয় শ্রমিক লীগের গুলশান অঞ্চলের সভাপতি তাওহীদ খান বাংলানিউজকে বলেন, বুধবার সকাল সাড়ে ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রমিক লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন কর‍া হবে।

এরপর সকাল সাড়ে ৯টায় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা এবং ঢাকা মহানগর শ্রমিক লীগের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া ও দেশের শান্তির জন্য নেতাকর্মীদের এক হয়ে কাজ করাসহ নানা বিষয়ে তারা কথা বলবেন।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, অক্টোবর ১১,২০১৬
এসজে/আরআইএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ