ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

রাজনীতি

মানিকগঞ্জে ৬ জামায়াত কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫০, জুন ১৮, ২০১৬
মানিকগঞ্জে ৬ জামায়াত কর্মী আটক

মানিকগঞ্জ: নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে মানিকগঞ্জের ছয়টি উপজেলা থেকে জামায়াতের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার (১৭ জুন) দিনগত রাত থেকে শনিবার (১৮ জুন) ভোর পর্যন্ত পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।

 

আটকরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার মধ্য কৃষ্ণপুর এলাকার মফিজ উদ্দিনের ছেলে খোরশেদ আলম খোকন (৪৫), সিংগাইর উপজেলার চর চামটা এলাকার মুনছুর হোসেনের ছেলে বাবু মিয়া (২৮), সাটুরিয়া উপজেলার রাইল্যা এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. মামুন হোসেন (২৫), শিবালয়ের গাংধাইর এলাকার আছির উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৪৫), হরিরামপুরে দানিস্থপুর এলাকার সেকেন্দার আলীর ছেলে মঞ্জুর হোসেন (২৬) ও ঘিওরের বেড়াভাঙ্গা এলাকার মৃত রওশন আলীর ছেলে আক্কাস আলী (৪৫)।

জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৪৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।