ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

রাজনীতি

আগামী বছরের প্রথমার্ধে নির্বাচন অনিবার্য: জামায়াত আমির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, জুলাই ২৩, ২০২৫
আগামী বছরের প্রথমার্ধে নির্বাচন অনিবার্য: জামায়াত আমির সিলেটের বিয়ানীবাজারে জামায়াতে ইসলামী আয়োজিত জনশক্তি ও সুধি সমাবেশ

আগামী বছরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনিবার্য। তবে ‘অতীতের বস্তাপচা প্রক্রিয়ায় কিংবা অপরিপক্ক, প্রহসনের নির্বাচন’ জনগণ আর মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, সংস্কার শেষে অবশ্যই আগামী বছরের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। দেশকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করতে হলে সংস্কার প্রয়োজন। অবশ্য নির্বাচন হতে হবে স্বচ্ছ।

তার আগে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে। সমতল নির্বাচনী মাঠ তৈরি করতে হবে। এরপর সংসদ নির্বাচনের মাধ্যমে এ দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে বলে উল্লেখ করেন জামায়াতের আমির।

বুধবার (২৩ জুলাই) সিলেটের বিয়ানীবাজারে জামায়াতে ইসলামী আয়োজিত জনশক্তি ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিয়ানীবাজার পৌর শহরের দাসগ্রাম এলাকায় উপজেলা ও পৌর জামায়াত এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি উল্লেখ করে জামায়াতের আমির বলেন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি না থাকায় এদেশের আপামর জনসাধারণ দুর্ভোগে রয়েছেন। আমরা তাদের দুর্ভোগে রাখতে পারি না। সেজন্য আমরা চাই স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা যেন দ্রুত করা হয়।

বিগত আওয়ামী লীগ শাসন আমলের দুর্নীতি ও বিদেশে টাকা পাচারের বিষয় উল্লেখ করে তিনি বলেন, বাংলাশে ব্যাংকের তথ্যমতে বিগত সাড়ে ১৫ বছরে বিদেশে ২৬ লাখ ৫৮ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। যা দেশের এক বছরের বাজেটের পাঁচগুণ। এই পাচার হওয়া টাকা দেশে থাকলে দেশে আর কোনো আর্থিক সংকট থাকতো না। অথচ তারা পাচারের টাকা দিয়ে বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে। আমাদের বেগম পাড়ায় কোনো বাড়ি নেই।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দুর্নীতির বহু রূপ আছে। সবচেয়ে ভয়াবহ হচ্ছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি। তাই জামায়াতের নেতৃত্বে মানবিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফের দেশ হবে বাংলাদেশ।

জামায়াত আমির বলেন, চারিত্রিক সম্পদের অভাবে ৫৪ বছরেও এই দেশ গঠন হয়নি। যারা দায়িত্বপ্রাপ্ত হন, তারা জনগণের কথা ভাবেন না। তারা শুধু নিজের স্বার্থ দেখেন। তারা দুদককে ভয় পায়, আল্লাহকে পায় না। দুদকের পরিবর্তে আল্লাহকে ভয় করলে দেশ অনেক এগিয়ে যেত।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবের ক্রেডিট এককভাবে কারো নয়। এই বিপ্লবের নির্দিষ্ট কোনো মাস্টারমাইন্ডও নেই। সবাই এর অংশীদার। সবাই মিলেই একটি সুখি সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ।

প্রবাসীদের ভোটাধিকার শুধু নয়, প্রবাসে বসেই যাতে তারা ভোট দিতে পারেন, সে ব্যবস্থা নেওয়া দাবি জানান জামায়াত আমির।

জনশক্তি ও সুধি সমাবেশে উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা উত্তর জামায়াতে ইসলামীর আমির ও সিলেট-০৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, অধ্যক্ষ আব্দুল হান্নান ও মাওলানা হাফিজ আনোয়ার হোসেন খান, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি মো. জয়নাল উদ্দিন প্রমুখ।

এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।