ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

রাজনীতি

ইসলামের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৪, জুলাই ২৪, ২০২৫
ইসলামের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীরের

বাগেরহাট: এদেশে আমরা জন্মগ্রহন করেছি। এদেশ আমার, এদেশের ভালমন্দ নিয়ে চিন্তা করার দায়িত্বও আমার।

আমি বলব ৫ আগস্টের পরে দেশ গঠন করার একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আমরা যদি মাঠে-ময়দানে রাজপথে দেশ গড়ার পক্ষে, মানবতার পক্ষে, ইসলামের পক্ষে স্লোগান তুলতে পারি, তাহলে যারা ব্যক্তি স্বার্থকে অর্গাধিকার দেয়, দেশের মধ্যে বিদেশী প্রেসক্রিপশন বাস্তবায়ন করে, এই স্বার্থান্বেসীমহল বাংলাদেশে মাথা উচু করে দাড়াতে পারবে না। ইসলামের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, চাঁদাবাজ, খুনি ও টাকা পাঁচারকারীদের বাংলার জমীনের মধ্যে মাথা উচু করে দাড়াতে দেওয়া যাবে না।

বৃহম্পতিবার (২৪ জুলাই) বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জের কাপুড়িয়া পট্টিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আান্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা এইচ এম সাইফুল ইসলামের সভাপতিত্বে গনসমাবেশে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল< বাংলাদেশ জামায়েতে ইসলামী মনোনীত বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম, বাগেরহাট- ৪, আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা ওমর ফারুক বিন নূরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন প্রমুখ।

দুপুরের পর থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের ভীড়ে নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয় সমাবেশ স্থল। সমাবেশ থেকে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।

বাংলাদেশ জামায়েতে ইসলামী মনোনীত বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, বাংলাদেশের মানুষ প্রহসনের নির্বাচন মেনে নিবে না। আগামী নির্বাচনে ইসলাম ও মানবতার বিজয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।