ঢাকা: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে (মারকায চত্বর) যুব জমায়েত অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজের পর থেকে তারুণ্যের উচ্ছ্বাস ও স্লোগানে মুখরিত এই আয়োজনে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা।
সংগঠনের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে দেখা গেছে ব্যাপক উদ্দীপনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের বর্তমান পরিস্থিতি ও যুব সমাজের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হবে এই জমায়েত থেকে।
ইএসএস/এসআইএস