ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

রাজনীতি

যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধদের পাশে ছাত্রদল, রক্ত সংগ্রহে হেল্প ডেস্ক স্থাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, জুলাই ২৪, ২০২৫
যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধদের পাশে ছাত্রদল, রক্ত সংগ্রহে হেল্প ডেস্ক স্থাপন

উত্তরা মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আহতদের জন্য প্রয়োজনীয় রক্তের সংস্থান করতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে একটি হেল্প ডেস্ক স্থাপন করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ছাত্রদলের হেল্প ডেস্ক থেকে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এই মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত সোমবার থেকে তারা নিরলসভাবে রক্তদাতাদের রক্তের গ্রুপ নির্ণয় করে একটি তালিকা তৈরি করছেন।

ছাত্রদলের হেল্প ডেস্ক থেকে জানানো হয়, চতুর্থ দিনের মতো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ননস্টপ সার্ভিস প্রদান করছে। বৃহস্পতিবারও বেশ কয়েকজন অগ্নিদগ্ধ রোগীকে রক্ত সরবরাহের ব্যবস্থা করা হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে। বিমান দুর্ঘটনার পর থেকেই ছাত্রদল আহতদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে।  

ইএসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।