ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

রাজনীতি

আন্তঃনদী সংযোগ প্রকল্পের বিরুদ্ধে বাসদের সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, জুন ১৬, ২০১৬
আন্তঃনদী সংযোগ প্রকল্পের বিরুদ্ধে বাসদের সমাবেশ ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আন্তঃনদী সংযোগ প্রকল্প বন্ধসহ বিভিন্ন দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বৃহস্পতিবার (জুন ১৬) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে দলটি।

সমাবেশে বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেন, আমাদের দেশের ভিতর দিয়ে যে ৫৪টি নদী প্রবাহিত হয়েছে তার অনেকগুলো আন্তর্জাতিক। একতরফাভাবে কোনো দেশই কিছু করতে পারবে না।

সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী সমাবেশে বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
এএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।