ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

রাজনীতি

‘প্রধানমন্ত্রী ইতিহাস ভুলে যাননি’, সাভারে ওবায়দুল কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, জুন ১৫, ২০১৬
‘প্রধানমন্ত্রী ইতিহাস ভুলে যাননি’, সাভারে ওবায়দুল কাদের

সাভার (ঢাকা): জাসদের সঙ্গে ঐক্যের বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাস ভুলে যাননি। ইতিহাসের উপর দাঁড়িয়েই আমরা বাস্তবতার নিরিখে রাজনীতি করে যাচ্ছি।

এটা একটা রাজনৈতিক ঐক্য, যা সময়ের প্রয়োজনে বাস্তবতার নিরিখে করা হয়েছে। ’ 

বুধবার ( জুন ১৫) সাভার-সিংগাইর সংযোগ সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেন ওবায়দুল কাদের। এ সময় তথ্যমন্ত্রী ও জাসদ নেতা হাসানুল হক ইনু সম্পর্কে সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের করা এক মন্তব্যের প্রেক্ষিতে  সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘এটা নিয়ে কে কি বললো অথবা সৈয়দ আশরাফুল ইসলাম কি বলেছেন, তা সম্পূর্ণই তাদের নিজস্ব মন্তব্য। এটা নিয়ে আমার কিছু বলার নেই। ’

এ সময় আসন্ন ঈদে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ লাঘবে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এবার যানজট এড়াতে পুলিশের পাশাপাশি সারা দেশে ১০ হাজার রোভার স্কাউট সদস্যকে মোতায়েন করা হবে। শিশু, বৃদ্ধ এবং নারীদের কথা চিন্তা করে এবার ভ্রাম্যমাণ টয়লেটেরও ব্যবস্থা করা হবে।

সাভার-সিংগাইর সংযোগ সড়কের সংস্কার কাজ পরিদর্শনের সময় ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান, স্থানীয় তেতুঁলঝোড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
অারঅাইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।