ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

রাজনীতি

ইউপি নির্বাচন

নোয়াখালীতে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৯, জুন ২, ২০১৬
নোয়াখালীতে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী 

নোয়াখালী: ৬ষ্ঠ ও শেষ ধাপে ৪ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে নোয়াখালীর সদর উপজেলার ২নং দাদপুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম জহির নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

বৃহস্পতিবার (০২ জুন) সন্ধ্যায় দাদপুর ইউনিয়নের নিজ বাড়ির সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

এসময় তিনি অভিযোগ করে বলেন, সদর উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেনের কর্মীরা হুমকি দিয়ে আসছে ‘নৌকা মার্কা একটি ভোট পেলেও চেয়ারম্যান হয়ে যাবে’।

আওয়ামী লীগ প্রার্থীর লোকজন বিভিন্নভাবে তার কর্মী-সমর্থকদের প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছে। পাশাপাশি ভোটের দিন কেন্দ্রে না যাওয়ার হুমকিও দিচ্ছে।

এ পরিস্থিতিতে তিনি তার কর্মী-সমর্থকদের জানমালের নিরাপত্তা ও হামলা মামলার থেকে বাঁচাতে এবং নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জুন ০২, ২০১৬
পিসি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।