ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

রাজনীতি

ধুনটে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, জুন ১, ২০১৬
ধুনটে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় লিমন মিয়া (৩২) নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ জুন) দুপুর ২টার দিকে উপজেলার গোসাইবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

লিমন মিয়া উপজেলার জোড়খালি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি গোসাইবাড়ি ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, পূর্ব বিরোধের জের ধরে সোমবার (৩০ মে) বিকেলে গোসাইবাড়ি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ঝরনা খাতুনকে মারধর করেন লিমন ও তার সহযোগীরা। এ ঘটনায় লিমনসহ চারজনকে আসামি করে ধুনট থানায় মামলা দায়ের করেন ঝরনা। ওই মামলায় লিমনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুন ০১, ২০১৬  
এনটি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।