ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

রাজনীতি

আ’লীগ নেতা লাঞ্ছিত, খাগড়াছড়িতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, জুন ১, ২০১৬
আ’লীগ নেতা লাঞ্ছিত, খাগড়াছড়িতে বিক্ষোভ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ নেতা ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শানে আলমকে লাঞ্ছিত করার প্রতিবাদে খাগড়াছড়িতে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১ জুন) সকালে স্থানীয় সংসদ সদস্যের বাস ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ফের সেখানে গিয়ে শেষ হয়।



সেখানে সংক্ষিপ্ত সমাবেশ থেকে নেতাকর্মীরা জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।

এর আগে মঙ্গলবার রাতে শহরের পানখাইয়া পাড়া এলাকায় শানে আলমকে লাঞ্ছিত করে দুর্বত্তরা।

শানে আলমের অভিযোগ এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সাময়িক বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহেদুল আলম এবং তার ভাই পৌর মেয়র রফিকুল আলমের মদদ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুন ০১, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।