ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

রাজনীতি

দ্বিতীয় দিনে দুস্থদের মাঝে খালেদার খাবার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, মে ৩১, ২০১৬
 দ্বিতীয় দিনে দুস্থদের মাঝে খালেদার খাবার বিতরণ ছবি: শাকিল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দ্বিতীয় দিনের মতো দুস্থদের মধ্যে খাবার বিতরণ করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার (৩১ মে) দুপুর পৌনে ১২টায় রাজধানীর খিলগাঁও জোড়াপুকুর মাঠ থেকে দ্বিতীয় দিনের  খাবার বিতরণ কর্মস‍ূচি শুরু করেন তিনি।


 
এ সময় তার সঙ্গে জ্যেষ্ট নেতাদের পাশাপাশি স্থানীয় নেতারা উপস্থিত আছেন।

সোমবার (৩০ মে) জিউয়ার রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর খাবার বিতরণের মধ্য দিয়ে দিনের কর্মস‍ূচি শুরু কর‍া হয়। সোমবার খালেদা জিয়া রাজধানীর ৩১টি পয়েন্টে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন।

বিএনপির মিডিয়া উইং সূত্র জানায়, মঙ্গলবার রাজধানীর আরো ৮টি স্থানে খাবার বিতরণ করবেন। দুস্থদের ম‍াঝে খাবার বিতরণের জন্য তিনদিনের কর্মসূচি হাতে নেয় বিএনপি।

বাংলেএদশ সময়: ১৪৩২ ঘণ্টা, মে ৩১, ২০১৬
এমসি/বিএস
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।