ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

লক্ষ্মীপুরে বিএনপির ৪ নেতাকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, এপ্রিল ১৯, ২০১৬
লক্ষ্মীপুরে বিএনপির ৪ নেতাকে অব্যাহতি

লক্ষ্মীপুর: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে লক্ষ্মীপুরে বিএনপির চার নেতাকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত একটি চিঠিতে এ অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন-জেলা বিএনপির সহ সভাপতি মনির হোসেন তফাদার, রামগঞ্জ উপজেলার সহ সভাপতি আবদুর রহিম, সফি আহমেদ খোকা ও সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু চার নেতাকে দল থেকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।

অব্যাহতি পত্রে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। ওই নোটিশের জবাব সন্তোষজনক নয় বিধায় দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িভাবে অব্যাহতি দেওয়া হলো। দলের গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।