ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

বিএনপির সহ সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, এপ্রিল ১৮, ২০১৬
বিএনপির সহ সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা

ঢাকা: বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

সোমবার (১৮ এপ্রিল) বেল‍া সাড়ে ৩টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নাম ঘোষণা করেন।

 

যারা সহ-সাংগঠনিক হলেন- কুমিল্লায় মোস্তাক হোসেন ও আব্দুল আউয়াল খান,  ঢাকায় অ্যাড, আব্দুস সালাম আজাদ ও শহিদুল ইসলাম বাবুল, চট্টগ্রামে মাহবুবুর রহমান শামীম ও আবুল হাসেম বকর, রাজশাহীতে আব্দুল মোমেন তালুকদার ও শাহীন শওকত, খুলনায় অনিন্দ্য ইসলাম ও জয়ন্ত কুণ্ডু, বরিশালে আকন্দ কুদ্দুছ ও মাহবুবুল হক নান্নু, সিলেটে দিলজার হোসেন ও কলিম উদ্দিন্ন মিল্লাত, রংপুরে শামসুজ্জামান ও জাহাঙ্গীর হোসেন, ময়মনসিংহে শফিকুল আলম ও ওয়ারেছ আমিন, ফরিদপুরে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও সেলিমুজ্জামান সেলিম।

এছাড়া সংবাদ সম্মেলনে আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার নিন্দা জানান রিজভী।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।