ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় আ.লীগ-বিএনপি প্রার্থীর ক্যাম্পে আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, এপ্রিল ১৭, ২০১৬
বগুড়ায় আ.লীগ-বিএনপি প্রার্থীর ক্যাম্পে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৬ এপ্রিল) দিনগত রাতের কোনো এক সময় উপজেলার বালিয়াদীঘি ও মহিষাবান ইউনিয়নে দু’টি নির্বাচনী ক্যাম্পে এ আগুন দেওয়া হয়।



রোববার (১৭ এপ্রিল) গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ কবির বাংলানিউজকে জানান, দু’দলের চেয়ারম্যান প্রার্থী তাদের নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার দাবি করেছেন। বর্তমানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে রয়েছেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরেজমিন তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

বালিয়াদীঘি ইউনিয়নের আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইউনুফ আলী ফকির বাংলানিউজকে জানান, শনিবার রাত সাড়ে ১০টার পর নির্বাচনী আলোচনা শেষে অন্যান্য দিনের মতো সবাই নির্বাচনী ক্যাম্প ত্যাগ করেন। রোববার সকালে এসে তারা দেখেন নির্বাচনী ক্যাম্পের টেবিল, বেঞ্চ, কাপড়, নৌকা প্রতীক ও পোস্টার পুড়ে ছাই হয়ে গেছে।

পরে নির্বাচনী ক্যাম্পে আগুন লাগার বিষয়টি পুলিশকে জানানো হয়।

অন্যদিকে, একই সময় মহিষাবান ইউনিয়নে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোতাহার হোসেনের উত্তরপাড়ায় অবস্থিত ধানের শীষের নির্বাচনী ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কাপড় ও পোস্টার পুড়ে যায়।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
এমবিএইচ/ওএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।