ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

সিলেটে পদবঞ্চিত ছাত্রলীগের ঝাড়ু মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, ডিসেম্বর ৭, ২০১৫
সিলেটে পদবঞ্চিত ছাত্রলীগের ঝাড়ু মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: পূর্ণাঙ্গ কমিটি বাতিল ও সভাপতি-সাধারণ সম্পাদকে অবাঞ্চিত ঘোষণা করে সিলেটে ঝাড়ু মিছিল করেছে জেলা ছাত্রলীগের কাঙ্খিত পদবঞ্চিতরা।

সোমবার (০৭ ডিসেম্বর)  বিকেলে নগরীর সাব-রেজিস্টারী মাঠ থেকে বের হওয়া মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে পথসভা করে।



সিলেট জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এম নিজাম উদ্দিনের সভাপতিত্বে পথসভায় বক্তারা বলেন- ছাত্রশিবির, ছিনতাইকারী, ছাত্রদল, অছাত্র, বিবাহিতদের দিয়ে বর্তমান জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

ফলে এই কমিটি অভিলম্বে বাতিলের দাবি জানিয়ে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন তারা।

কর্মসূচির মধ্যে মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সিলেট জেলার সকল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র ধর্মঘট এবং বুধবার (০৯ ডিসেম্বর) সকল উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সেই সঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আহমদ সামাদ ও সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

জেলা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মওদুদ আহমদ ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক কনক পাল অরূপের যৌথ পরিচালনায় তৃণমূল ছাত্রলীগের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হোসাইন আহমদ চৌধুরী, ছয়েফ আহমদ, সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন সাজু।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব কান্তি দাস, আইন সম্পাদক পিটু রঞ্জন দাস, বন ও পরিবেশ সম্পাদক ছাদিকুর রহমান, উপ প্রচার সম্পাদক আতিকুল ইসলাম ইমন, পাঠাগার সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফাইয়াদ আহমদ জামিল, উপ আইন সম্পাদক কাওসার আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক বখতিয়ার আকরাম চৌধুরী অনিসহ অর্ধ শতাধিক নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ