ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

নাহিদের ‘অসভ্য’ উক্তিতে দেশের মানুষ কষ্ট পেয়েছে: ফারুক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, জুলাই ১৫, ২০২৫
নাহিদের ‘অসভ্য’ উক্তিতে দেশের মানুষ কষ্ট পেয়েছে: ফারুক বক্তব্য রাখছেন জয়নুল আবদিন ফারুক

‘মুজিববাদের চাঁদাবাজদের পাহারা দেওয়ার দল বিএনপি’- জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের এই মন্তব্যের জবাবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, কোনো রাজনৈতিক দল বা নেতা, যারা ক্ষমতায় যেতে চায়, সরকার গঠন করতে চায়, তাদের মুখে এমন ‘অসভ্য উক্তি’ দেশের মানুষ মেনে নিতে পারেনি।

মঙ্গলবার (১৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ঢাকাস্থ সেনবাগ ফোরামের উদ্যোগে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আজকের চলমান রাজনৈতিক সংকট আওয়ামী লীগের সৃষ্টি। এই সংকটের পরিসমাপ্তি এখনও হয়নি। ১৬ বছরের রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে, ভোটাধিকার, গণতন্ত্র ও দেশের মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করে জুলাই-আগস্ট বিপ্লব সংঘটিত হয়েছিল। তখন মনে হয়েছিল, আর আওয়ামী লীগ নেই। এ দেশে আর দুঃশাসন থাকবে না, দিনের ভোট রাতে হবে না, ‘আয়না ঘর’ হবে না, নির্যাতনকারী বাহিনী গঠিত হবে না, অপরাধ সংগঠিত হবে না।

ফারুক আরও বলেন, আমরা আশা করেছিলাম, দেশের সব দল যারা আন্দোলন-সংগ্রাম করেছে, যারা নির্বাচনের জন্য আত্মাহুতি দিয়েছে, সেই রক্তের প্রতি সম্মান দেখিয়ে আবারও জুলাই-আগস্টের মতো ঐক্য সৃষ্টি করে একটি নির্বাচনের পথে এগিয়ে যাব। কিন্তু একটি গোষ্ঠী আমাদের ঐক্যে ফাটল ধরাতে চায়, তারা বিদেশে বসে কালো টাকার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের মোকাবিলা করতে হলে তারেক রহমান, মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে, তা বন্ধ করতে হবে।  

ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করতে হলে আবার ঐক্যবদ্ধ হতে হবে বলেও উল্লেখ করেন এই নেতা।  

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা দল গঠন করেছেন, দেশের মানুষের কাছে যাবেন, ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবেন-আপনাদের এই অবদান আমি কখনো অস্বীকার করি না। কিন্তু আপনারা দল গঠনের পর যে মন্তব্য করলেন-‘মুজিববাদের চাঁদাবাজদের পাহারা দেওয়ার দল বিএনপি’-এতে খুব কষ্ট লেগেছে, ব্যথা পেয়েছি। যারা ক্ষমতায় যেতে চায়, তাদের মুখে এমন অসভ্য উক্তি বাংলাদেশের মানুষ মেনে নেয় না।

তিনি বলেন, তারেক রহমান ১৬ বছর বিদেশে থেকেও বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করেছেন, গণতান্ত্রিক আন্দোলনের শক্তি জুগিয়েছেন। তার বিরুদ্ধে এমন ভাষা ব্যবহার করা দেশের মানুষের জন্য অপমানজনক। যারা এই ভাষা ব্যবহার করেছেন, তারা যেন ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করেন।  

তিনি আরও বলেন, আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সবাই মিলে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে সরকারে বসিয়েছি। সেই আসনের সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব।  

তারেক রহমানকে নিয়ে কটূক্তি রাজনীতিকে ঘোলাটে করে তুলছে বলে মন্তব্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, যদি আমাদের ১৬ বছরের আন্দোলন, রক্তে অর্জিত সফলতা এবং আসন্ন নির্বাচনের ব্যাঘাত ঘটে, তবে তার দায় আপনাদের নিতে হবে।  

জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, এত জ্বালা কেন? এত অহংকার কেন? আপনাদের ইতিহাস আমরা জানি, বাংলার মানুষ জানে। অতএব, ইতিহাস আলোচনা করতে গেলে দায় কার ওপর পড়ে, সেটা আপনারা ভালো করেই জানেন। আমরা নতুন করে কিছু বলতে চাই না। শুধু এটাই বলবো-আমাদের নেতা তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে অশোভন মন্তব্য থেকে বিরত থাকুন।  

সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি এবিএম ফারুক। আরও বক্তব্য দেন মোজাম্মেল হোসেন সেলিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।  

ডিএইচবি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।