ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

রাজনীতি

কিশোরগঞ্জে বিএনপির ৯৫ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১১, অক্টোবর ২৮, ২০১৫
কিশোরগঞ্জে বিএনপির ৯৫ নেতাকর্মী কারাগারে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ১১টি মামলায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফুল আলমসহ ৯৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তারা আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করেন।

শুনানি শেষে কিশোরগঞ্জ স্পেশাল জজ কোর্টের বিচারক মুহম্মদ মাহাবুব-উল ইসলাম ও অতিরিক্ত স্পেশাল জজ মোহাম্মদ আব্দুর রহমান জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিভিন্ন সময় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলাকালে কুলিয়ারচর থানায় চারটি, ভৈরব থানায় তিনটি, কিশোরগঞ্জ মডেল থানায় তিনটি ও করিমগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

আদালত সূত্রে জানা যায়, মামলাগুলোর মধ্যে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বিভিন্ন সময় অবরোধ কর্মসূচি চলাকালে গাড়ি পোড়ানো, আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ, সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, ট্রেনে অগ্নি সংযোগ ও রেলপথে প্রতিবন্ধকতা সৃষ্টি উল্লেখযোগ্য।
 
মামলার রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহ আজিজুল হক ও আসামিপক্ষে ছিলেন সাবেক পিপি অ্যাডভোকেট জালাল উদ্দিন।

এদিকে, ৯৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর ঘটনায় তাৎক্ষণিকভাবে আদালত প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করে তারা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সোহেল।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।