ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

রাজনীতি

‘বিদেশি নাগরিক হত্যায় খালেদার যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৬, অক্টোবর ৭, ২০১৫
‘বিদেশি নাগরিক হত্যায় খালেদার যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে’ ছবি: সোহাগ - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুই বিদেশি নাগরিক হত্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কোনো যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) লন্ডনে থাকা অবস্থায় দেশে পরপর দুই জন বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে।

এ হত্যার ঘটনায় তার কোনো যোগসূত্র আছে কিনা, খতিয়া দেখা হচ্ছে।

বুধবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ গণআজাদী লীগের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ এবং ‘টেকসই উন্নয়নে আইসিটি পুরস্কার’ পাওয়ার প্রসঙ্গ তুলে নাসিম বলেন, যখনই দেশে বড় কোনো অর্জন আসে, তখনই দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়।

দুই বিদেশি নাগরিক হত্যায় যারাই জড়িত থাক না কেন, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি’র রাজনীতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি ডাবল স্ট্যান্ডার্ডের রাজনীতি করে। একদিকে তারা স্বাধীনতার কথা বলে, অন্যদিকে জামায়াত-শিবিরকে নিয়ে স্বাধীনতার বিপক্ষে কাজ করে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
এনএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ