ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

রাজনীতি

রানীনগরে জামায়াতের সহকারী সেক্রেটারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১২, অক্টোবর ৭, ২০১৫
রানীনগরে জামায়াতের সহকারী সেক্রেটারি আটক ছবি: প্রতীকী

নওগাঁ: জেলার রানীনগরে উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আনজির হোসেনকে আটক করেছে পুলিশ।

বুধবার (০৭ অক্টোবর) ভোরে রানীনগর উপজেলার দাউদপুর মহল্লায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।



আনজির হোসেনকে আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান।

তিনি বলেন, নাশকতা চালানো হবে এমন সন্দেহে আনজির হোসেনকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে তার বিরুদ্ধে রানীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ