ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

রাজনীতি

স্বেচ্ছাসেবক দল নেতাদের গ্রেফতারে বিএনপির নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, অক্টোবর ৬, ২০১৫
স্বেচ্ছাসেবক দল নেতাদের গ্রেফতারে বিএনপির নিন্দা

ঢাকা: ঢাকা মহানগর (দক্ষিণ) স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খোকন এবং দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নবী হোসেনকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (০৬ অক্টোবর) দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এক বিবৃতিতে এ নিন্দা জানান।



বিবৃতিতে ড. রিপন বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে দেশব্যাপী বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে গ্রেফতারি অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খোকন এবং দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নবী হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
‘আইন-শৃঙ্খলা বাহিনীর এধরনের ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ’

অবিলম্বে এই দুই নেতাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জোর দাবি জানিয়েছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ