ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

রাজনীতি

দুই নেতাকে আটক করায় বিএনপির নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, অক্টোবর ৩, ২০১৫
দুই নেতাকে আটক করায় বিএনপির নিন্দা

ঢাকা: রংপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুল হক লাকু এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি রাশেদুন্নবী বিপ্লবকে আটক করায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি।

শনিবার (০৩ অক্টোবর) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।



আসাদুজ্জামান রিপন বলেন, অবৈধভাবে ক্ষমতাসীন বর্তমান সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে হত্যা, গুম, অপহরণ, গ্রেফতার ও নির্যাতন-নিপীড়ণের মাধ্যমে দেশে এক বিভিষীকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে। আনিসুল হক লাকু এবং রাশেদুন্নবী বিপ্লবকে আটকের ঘটনা বর্তমান জনবিচ্ছিন্ন সরকারের ধারাবাহিক অপকর্ম থেকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।

ড. রিপন বলেন, ক্ষমতাসীনরা মনে করছে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন নিপীড়ন চালিয়ে বিএনপিকে ধ্বংস করা যাবে, কিন্তু ক্ষমতাসীনদের এই স্বপ্ন কোনো দিনই পূরণ হবে না।

বিএনপির মুখপাত্র অবিলম্বে আটক দুই নেতার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ