ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

রাজনীতি

নেতাকর্মীদের মুক্তি চেয়ে সিলেটে ছাত্রফ্রন্টের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০২, সেপ্টেম্বর ৩০, ২০১৫
নেতাকর্মীদের মুক্তি চেয়ে সিলেটে ছাত্রফ্রন্টের বিক্ষোভ

সিলেট: মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিল থেকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্নেহাদ্রী চক্রবর্তী রিন্টুসহ আটক নেতাকর্মীদের মুক্তি দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জিন্দাবাজার এলাকা থেকে সিটি পয়েন্ট পর্যন্ত বিভিন্ন সড়কে এ মিছিল করা হয়।

মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা ঢাকার শাহবাগে আন্দোলনরত মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানান। একইসঙ্গে আটক ছাত্রফ্রন্ট নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

সংগঠনের সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রেজাউর রহমান রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ-মার্কসবাদী) সিলেট জেলা শাখার আহ্বায়ক উজ্জ্বল রায়, ছাত্রফ্রন্ট নগর শাখার সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কান্ত দাস, শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক অপু কুমার দাস।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এএএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ