ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

রাজনীতি

দেশি-বিদেশি কেউই নিরাপদ নন

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, সেপ্টেম্বর ২৯, ২০১৫
দেশি-বিদেশি কেউই নিরাপদ নন

ঢাকা: দেশে গণতন্ত্রের একটি কালো অধ্যায় চলছে এমন মন্তব্য করে ২০ দলের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, দেশি কিংবা বিদেশি কোনো নাগরিকই এখন আর নিরাপদ নয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পার্টির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে এ আশঙ্কার কথা জানান।



তারা বলেন, বাংলাদেশের রাজনীতির শিকার হচ্ছে দেশি-বিদেশি সাধারণ মানুষ। গণতন্ত্রের একটি কালো অধ্যায় চলছে, এখানে কোনো নাগরিকই নিরাপদ নন। ভোটারবিহীন সরকারের শাসনামলে হত্যার রাজনীতির মহাযজ্ঞ চলছে।

ইতালির নাগরিক হত্যার বিষয়ে তারা নিন্দা জানিয়ে বলেন, ওই ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করে অপরাধীরা পালিয়ে গেছে। ঘটনার একদিন পার হয়ে গেলেও এখনও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারিনি।

এছাড়া পবিত্র ঈদুল আজহার দিন ভোলার চরফ্যাশনে প্রকশ্যে ছাত্রদল নেতা আবদুর রাজ্জাককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায়ও কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি। এ নিয়েও নিন্দা জানান এনডিপি নেতারা।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ