ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

রাজনীতি

খুলনা জেলা জাপার সম্মেলন উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, সেপ্টেম্বর ১৪, ২০১৫
খুলনা জেলা জাপার সম্মেলন উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা জেলা জাতীয় পার্টির (জাপা) সম্মেলন উদ্বোধন করেছেন দলের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩৪ মিনিটে খুলনার শহীদ হাদিস পার্কে জাতীয় পতাকা, বেলুন ও পায়রা উড়িয়ে দলের জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন তিনি।



সম্মেলনে প্রধান বক্তা রয়েছেন জাপার মহাসচিব জিয়িউদ্দিন আহমেদ বাবলু এমপি, বিশেষ অতিথি হিসেবে আছেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য তাজ রহমান ও ভাইস চেয়ারম্যান আবুল হোসেন।

সম্মেলনে সভাপতিত্ব করছেন জেলা জাপার সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক সুনীল শুভ রায়। পরিচালনায় জেলা জাপার ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুল ইসলাম মধু। সম্মেলনে হাজারো নেতা-কর্মী মিছিল সহকারে এসে যোগ দিচ্ছেন।

২০০৯ সালের ২০ অক্টোবর দু’বছরের জন্য জেলা জাপার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শফিকুল ইসলাম মধুকে সভাপতি ও এম হাদিউজ্জামানকে সাধারণ সম্পাদক করে জেলা জাপার কমিটি গঠন করা হয়।

এরশাদ সবশেষ খুলনায় এসেছিলেন ২০০৮ সালের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচনের আগে।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এমআরএম/এএ

** সাত বছর পর খুলনায় এরশাদ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।