ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

রাজনীতি

ভ্যাট প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে ছাত্রলীগের অনুরোধ (আপডেটেড)

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৯, সেপ্টেম্বর ১৪, ২০১৫
ভ্যাট প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে ছাত্রলীগের অনুরোধ (আপডেটেড)

ঢাকা: দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন জানান সংগঠনটির নেতারা।



প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পরে সকাল সোয়া এগারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়েল মধুর কেন্টিনে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর থেকে সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে  লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা শুরু থেকেই ভ্যাটবিরোধী ছিলাম। কারণ শিক্ষা মানুষের মৌলিক অধিকার। তাই শিক্ষায় কোন ভ্যাট থাকতে পারে না।
 
সোহাগ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাই, অবিলম্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করে আন্দোলনকারীদের ক্লাসরুমে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসাইন, ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।

বাংলাদেশ সময় ১০১২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫ (আপডেট ১১৩০ ঘণ্টা)
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।