ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

রাজনীতি

খালেদার সঙ্গে সাক্ষাৎ করলেন সৌদি রাষ্ট্রদূত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৭, সেপ্টেম্বর ১৩, ২০১৫
খালেদার সঙ্গে সাক্ষাৎ করলেন সৌদি রাষ্ট্রদূত

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল মুতাইরি।
 
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় গুলাশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


 
বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং বাংলানিউজকে এ তথ্য জানিয়েছে।
 
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, মীর মোহাম্মদ নাসিরুদ্দিন ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত এনামুল হক।

এরপর রাত ৯টায় দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন খালেদা জিয়া।
 
গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি দলের করণীয় সম্পর্কে আলোচনার জন্যই শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।