ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

রাজনীতি

বাজিতপুর ছাত্রদল সভাপতির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১১, সেপ্টেম্বর ১২, ২০১৫
বাজিতপুর ছাত্রদল সভাপতির কারাদণ্ড ছবি: প্রতীকী

কিশোরগঞ্জ: মাদক দ্রব্য সঙ্গে রাখার দায়ে বাজিতপুর উপজেলার ছাত্রদলের সভাপতি আশরাফুল আলম আশরাফকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার(১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সহকারী কমিশনার(ভূমি) গোলাম মোস্তফা এ সাজা দেন।

আশরাফুল পিরিজপুর ইউনিয়নের গোয়াইগাঁও গ্রামের ফরিদুল আলমের ছেলে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাজিতপুর বাজারের ইসলামিয়া হোটেল থেকে উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুলকে ৫পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ৬ মাসের কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।