ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

রাজনীতি

বারইয়ারহাট পৌর আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩১, সেপ্টেম্বর ১২, ২০১৫
বারইয়ারহাট পৌর আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন নিজাম উদ্দিন ও রেজাউল করিম খোকন

মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে দলীয় কাউন্সিলরদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে ভিপি নিজাম উদ্দিন ও রেজাউল করিম খোকন।



শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সম্মেলনে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আলম চৌধুরী, জসিম উদ্দিন, নুরুল আনোয়ার বাহার চৌধুরী, নুরুল হুদা, সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌর মেয়র আবু তাহের ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সম্পাদক জাহাঙ্গীর কবির, সাংগঠনিক সম্পাদক মাস্টার এনামুল হক, এনায়েত হোসেন নয়ন ও আবুল হোসেন প্রমুখ।

এদিকে, সম্মেলন শেষে একটি শোভাযাত্রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।