ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

রাজনীতি

ফার্মগেটে আটক ১৪ শিবিরকর্মীর জামিন নামঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, সেপ্টেম্বর ১২, ২০১৫
ফার্মগেটে আটক ১৪ শিবিরকর্মীর জামিন নামঞ্জুর ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর ফার্মগেট এলাকার একটি হোটেলে গোপন বৈঠক করার সময় আটক ১৪ শিবিরকর্মীর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান এ রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেন।

একইসঙ্গে আটক ব্যক্তিদের জেল গেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন তিনি।

এর আগে তেজগাঁও থানা পুলিশ আটক ৪২ শিবিরকর্মীকে আদালতে হাজির করে ১৪ জনের পাঁচ দিন করে রিমান্ড ‍আবেদন করে।

প্রসঙ্গত গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হোটেল গিভেন্সির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ওই ৪২ শিবির কর্মীকে আটক করে তেজগাঁও থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এমআই/এটি/

** রাজধানীতে গোপন বৈঠককালে ৪২ শিবিরকর্মী আটক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।