ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

রাজনীতি

খালেদার কারামুক্তি দিবসে বগুড়ায় আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৪, সেপ্টেম্বর ১২, ২০১৫
খালেদার কারামুক্তি দিবসে বগুড়ায় আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮তম কারামুক্তি দিবসে আলোচনা সভা করেছে বগুড়া বিএনপি।

শনিবার (১২সেপ্টেম্বর) দুপুরে শহরের নবাববাড়ী রোডে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, অ্যাডভোকেট রাফী পান্না, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম, বিএনপি নেতা মো. শোকরানা, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সভা শেষে ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা বেলুন উঠিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এমবিএইচ/বিএস                                                                                                                                                             

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।