ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

রাজনীতি

বন্যা দুর্গত অঞ্চলে যাবেন ১৪ দলের নেত‍ারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৪, সেপ্টেম্বর ১১, ২০১৫
বন্যা দুর্গত অঞ্চলে যাবেন ১৪ দলের নেত‍ারা

ঢাকা: আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা এবং সোমবার (১৪ সেপ্টেম্বর) গাইবান্ধা ও বগুড়া জেলার বন্যা দুর্গত অঞ্চলে কেন্দ্রীয় ১৪ দলের নেতারা সফর করবেন।

সফরকালে নেতারা স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সমস্যা সম্পর্কে সরজমিনে অবহিত হবেন এবং সহযোগিতা করবেন।



সফরের নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহ্‌মুদ চৌধুরী এমপি। প্রতিনিধি দলে অন্যান্য নেতাদের মধ্যে থাকবেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, ওয়ার্কাস পার্টির পলিটব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম হাক্কানি, সাম্যবাদী দলের পলিট ব্যুরোর সদস্য অ্যাডভোকেট বীরেন সাহা, গণআজাদী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউল্লাহ খান, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, জেপি’র প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, ন্যাপের প্রেসিডিয়াম সদস্য লুৎফর রহমান রঞ্জু, তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম লিটন, গণতন্ত্রী পার্টির যুগ্ম-সম্পাদক মো. খায়রুল আনাম, তরিকত ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ফারুকী প্রমুখ।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ওইসব এলাকায় আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীদের ত্রাণ কাজে সহযোগিতা এবং সকল শ্রেণিপেশার মানুষদের সাধ্যমতো বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।