ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

রাজনীতি

ময়মনসিংহে শিবিরের ঝটিকা মিছিল, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, সেপ্টেম্বর ৭, ২০১৫
ময়মনসিংহে শিবিরের ঝটিকা মিছিল, আটক ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে ঝটিকা মিছিল করেছে শিবির কর্মীরা। মিছিল শেষে ৩ জনকে আটক করেছে পুলিশ।



সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শহরের জিলা স্কুল মোড় এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন- শিবিরের জেলা শাখার সাথী সাত্তার, ওয়ার্ড শাখার সাথী শফিউর রহমান। তবে অপর আটক সাব্বির নিজেকে পথচারী দাবি করেছেন।

স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে শহরের জিলা স্কুল মোড়ে ঝটিকা মিছিল করে শিবির কর্মীরা। মিছিল শেষ হতেই পুলিশ ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, শিবিরের মিছিল শেষে পথচারী সাব্বির নামে একজনকে আটক করে গাড়িতে তোলার সময় স্থানীয়রা বাধা দেয় ও তাকে ছেড়ে দিতে পুলিশকে অনুরোধ করে।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মনসুর আলম জানান, আটক তিনজনের মধ্যে একজন নিজেকে পথচারী দাবি করেছেন। বিষয়টি যাচাই-বাছাই চলছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।