ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

কুষ্টিয়ায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৮, সেপ্টেম্বর ৭, ২০১৫
কুষ্টিয়ায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলার গৌড়দাহ গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
 
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গৌড়দাহ গ্রামে আওয়ামী লীগ নেতা আয়নাল মন্ডল ও উফান মেম্বারের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ হয়।


 
এলাকাবাসীরা জানায়, আধিপত্য বিস্তার ও জমি নিয়ে গৌড়দাহ গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল মন্ডল ও আওয়ামী লীগ সমর্থিত বর্তমান ইউপি সদস্য উফান মেম্বারের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে সোমবার জমিতে চাষ করা নিয়ে উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত ২০ জন আহত হয়। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তাপস কুমার জানান, আহতদের মধ্যে আয়নাল মন্ডল, আব্বাস, জয়নাল, মছলেম, সাত্তার, গেদেন, তজু মালিথা, মকলু মালিথা, রজব মালিথা, করিম মালিথার অবস্থা গুরুতর।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।