ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

‘গুম-খুনের’ বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপি’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৯, সেপ্টেম্বর ৭, ২০১৫
‘গুম-খুনের’ বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপি’র ড. আসাদুজ্জামান রিপন

ঢাকা: দেশের সব ‘গুম-খুনের’ বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন বিএনপি’র মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় নয়া পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ দাবি জানান তিনি।



রিপন বলেন, দেশে অন্ধকার যুগ চলছে। সম্প্রতি সরকারের পার্টনাররাই সরকারের সমালোচনা শুরু করেছে। এরশাদ (জাতীয় পার্টির চেয়ারম্যান) বলছেন, দেশের সাধারণ মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। তাদের ভোটের অধিকার নেই।

তিনি বলেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। গুমখুন বেড়ে যাচ্ছে। আমরা অবিলম্বে দেশের সব গুম-খুনের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
এনএইচএফ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।