ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

হাসপাতাল পরিচ্ছন্নতায় যুবলীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, সেপ্টেম্বর ৬, ২০১৫
হাসপাতাল পরিচ্ছন্নতায় যুবলীগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ২৫০ শয্যার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে জেলা  যুবলীগ।

রোববার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এ অভিযানের উদ্বোধন করেন।



জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহানুর ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. হাসিনা আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।

আনুষ্ঠানিক উদ্বোধনের পর জেলা যুবলীগের সকল নেতাকর্মীরা সদর হাসপাতাল চত্বর এবং এর ভেতরের নোংরা-আবর্জনা পরিস্কার করেন।  

পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনকালে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, জনগণের জন্য কাজ করাই হলো রাজনীতি। এই রাজনৈতিক কার্যক্রমের মধ্য দিয়েই জনগণের আস্থা অর্জন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।