ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

রাজনীতি

বেড়া পৌর মেয়রসহ ১৫ জনের নামে দুদকের মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, আগস্ট ৩১, ২০১৫
বেড়া পৌর মেয়রসহ ১৫ জনের নামে দুদকের মামলা

পাবনা: ক্ষমতার অপব্যবহার ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ছোট ভাই পাবনার বেড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেনসহ ১৫ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে দুদক পাবনা অফিসের উপ সহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে বেড়া থানায় এ মামলা করেন।



মামলার ‍অন্যান্য অভিযুক্তরা হলেন, বেড়া পৌরসভার প্রকৌশলী খন্দকার ফিরোজুল আলম, সাবেক সচিব ও বর্তমান পঞ্চগড় পৌরসভার সচিব মো. রাশিদুর রহমান, কাউন্সিলর হাবিবুর রহমান হবি, আবু দাউদ শেখ, জয়নাল আবেদিন, শামসুল হক খান, এনামুল হক শামিম, আব্দুর রাজ্জাক সরদার, ইসলাম উদ্দিন, আব্দুস সামাদ মহলদার, শহিদ আলী, নার্গিস আক্তার, জাকিয়া খাতুন এবং হাটের ইজারাদার মাহবুব হোসেন বাবলু।

এ নিয়ে মেয়রের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলার সংখ্যা দাঁড়ালো ৩ এ। এর আগে গত ২৭ আগস্ট সরকারি টাকা আত্মসাতের অভিযোগে মেয়র আব্দুল বাতেনসহ ১৪ জনের বিরুদ্ধে ২টি মামলা করে দুদক।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মামলার বিষয়ে দুদক কর্মকর্তারাই তদন্তসহ পরবর্তী পদক্ষেপ নেবেন।

এ ব্যাপারে বেড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ